kalerkantho


ইতালির আল্পসে তুষারধসে ছয়জন নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ১২:২৯ইতালির আল্পসে তুষারধসে ছয়জন নিহত

ইতালির আল্পস পর্বতমালায় বরফের ধস নামায় স্কি করতে গিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত ও নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসির এক খবরে বলা হয়, ইতালির সাউথ তিরোলের আর্নতালে আল্পস পর্বতমালার মন্টি নেভেসো শৃঙ্ঘের অংশে প্রায় ৯৮০০ ফুট উচ্চতায় ধসের সূত্রপাত ঘটে। ইতালির বোলজানো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অস্ট্রিয়া সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীদের উদ্ধারে তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্কি চালকদের অনেকেই তুষারে চাপা পড়েন। আর তাঁদের মধ্যে ইতালিসহ বিভিন্ন দেশের মানুষ রয়েছেন। উদ্ধারকৃতদের অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলের প্রধান রাফায়েল কোস্টনার বলেন, পর্বতমালার বেশি উচ্চতা থেকে ধস নামায় উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে।

 


মন্তব্য