kalerkantho


এই দুই দেশের ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড গোটা বিশ্বে

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ০২:১৬এই দুই দেশের ড্রাইভিং লাইসেন্স ভ্যালিড গোটা বিশ্বে

নিজের গাড়ি নিয়ে বিদেশ ভ্রমণের স্বাদ চেখে দেখতে ইচ্ছে করে? বিস্তর ঝামেলা প্রথমেই মাথা চাড়া দেয়। কারণ আপনার লাইসেন্স বিদেশে ব্যবহার করা যাবে না। ইচ্ছে করলেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন না প্রতিবেশী দেশে। পাসপোর্ট থাকলেও। ব্রিটেন ও ফ্রান্সের ড্রাইভারদের পক্ষে সেটা সম্ভব। হ্যাঁ, সে দেশের ড্রাইভাররা অনায়াসেই নিজেদের লাইসেন্স নিয়ে পাড়ি দিতে পারেন বিদেশে। হ্যাঁ, এতটাই শক্তিশালী ব্রিটেন ও ফ্রান্সের লাইসেন্স।

সম্প্রতি একটি সার্ভে হয়, বিশ্বের কোন দেশের ড্রাইভারের লাইসেন্স সবচেয়ে শক্তিশালী? দেখা গেছে, এই তালিকায় প্রথমেই উঠে আসে ব্রিটেন ও ফ্রান্সের নাম। ড্রাইভাররা অনায়াসেই নিজেদের চারচাকায় ভর করে চলে যেতে পারেন বিশ্বের যে কোনও দেশে। লাইসেন্স নিয়ে কোনও ঝক্কি তাঁদের পোহাতে হয় না। পৃথিবীর কিছু দেশ অবশ্য বিদেশি লাইসেন্সের বদলে নিজেদের দেশের লাইসেন্স দিয়ে দেয় ড্রাইভারদের। তার জন্য আলাদা করে টেস্ট দিতে হয় না। কিন্তু কিছু দেশের নিয়ম, সে দেশে কোনও বিদেশি ড্রাইভার গাড়ি চালাতে গেলেই আলাদা করে লাইসেন্স নিতে হয় তাঁকে। আলাদা পরীক্ষায় পাশ করলে, তবেই জোটে লাইসেন্স।

শক্তিশালী ড্রাইভিং লাইসেন্সের তালিকায় সাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাইসেন্স। লাইসেন্স নিয়ে সবচেয়ে বিধি নিষেধ রয়েছে রাশিয়ায়। রাশিয়ার ড্রাইভাররা দেশের লাইসেন্স নিয়ে অন্য কোনও দেশে গাড়ি চালাতে পারেন না। চীনের লাইসেন্সের ছাড় রয়েছে বিশ্বের ২১টি দেশে। প্রথম দশে নেই ভারতের ড্রাইভিং লাইসেন্স।

সূত্র: এই সময়


মন্তব্য