গোমূত্র চাই? পাড়ার গোয়ালাকে বলার দরকার নেই, খোঁজ করুন অনলাইনে। স্মার্টফোন, ব্র্যান্ডেড জুতো, ঘড়ি, হালফ্যাশনের জামাকাপড়ের পাশাপাশি এখন অনলাইনে দেদার বিক্রি হচ্ছে গরুর মূত্র। রয়েছে বিশ্বের যে কোনো দেশেই ফ্রি ডেলিভারির ব্যবস্থা। ২০০ মিলির এক বোতলের দাম ১৭ ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় প্রায় ১১৩৮ টাকা।
রীতিমত গরুর মূত্র ভরা বোতলের ছবি দিয়েই বিক্রি হচ্ছে। সঙ্গে লেখা আছে এর উপকারিতাও। গোমূত্র নিয়মিত খেলে নাকি শরীরের ক্ষমতা বাড়বে, রক্ত পরিশ্রুত হবে, যে কোনো রকম অসুখের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়বে, স্থূলত্ব কমবে বলে দাবি করা হয়েছে। রোজ সকালে ঘুম ভাঙার আধঘণ্টা পর অথবা রাতে শুতে যাওয়ার আধঘণ্টা আগে মধু অথবা গরম জলের সঙ্গে মিশিয়ে ২ চামচ করে গরুর মূত্র পান করলেই নাকি সব অসুখ-বিসুখ একেবারে পাঁই পাঁই করে পালাবে। গরুর মূত্রর কম্পোজিশনও দিয়ে দেওয়া হয়েছে পাশে।
চাই নাকি গোমূত্র? তাহলে খোঁজ করতেই পারেন অনলাইনে। এরপর আরও কত কী বিকোবে, কে জানে বাবা!
সূত্র: এই সময়
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের