kalerkantho


মাওবাদী হামলায় ২ বিএসএফ নিহত, আহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ১৩:১২মাওবাদী হামলায় ২ বিএসএফ নিহত, আহত ৪

ভারতের ছত্তিশগড় সীমান্তে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার ভোরে ছোতেবেথিয়া-পাখানজর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, মাওবাদীদের বিরুদ্ধে বিএসএফের ১১৭ ও ১২২ ব্যাটেলিয়ানের দুটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের ওপর মাওবাদীরা হামলা চালালে মোট ছয় বিএসএফ জওয়ান আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে মারা যান দুই জওয়ান।

 


মন্তব্য