kalerkantho


মুসলিমরা আমেরিকানদের ঘৃণা করে : ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ১৬:২৪মুসলিমরা আমেরিকানদের ঘৃণা করে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের আগে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প মুসলিমবিদ্বেষী মন্তব্য করে আলোচনা-সমালোচনায় রয়েছেন নিয়মিতই। মুসলিমরা আমেরিকানদের কোন দৃষ্টিতে দেখে সে সম্পর্কে ট্রাম্প মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ামি রাজ্যের একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, ''ইসলাম আমাদের ঘৃণা করে। মুসলমানরা আমেরিকানদের তীব্র ঘৃণা করে।'' সকল মুসলিমই কি এ ধারণা পোষণ করে-জানতে চাইলে ট্রাম্প বলেন, ''বেশির ভাগই এমন।''

১/১১ তে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার ব্যাপারে মুসলিমদের দোষী মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ''সেদিন কিছু একটা হয়েছে।''

নির্বাচনে অপর এক প্রার্থী মার্কো রুবিও ও ট্রাম্পের আলোচনার বিষয় ছিল : মুসলমানদের ব্যাপারে মার্কিন নীতি কী হবে?

অনুষ্ঠানে ফ্লোরিডার সিনেটর এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, ''মুসলমানরা আমেরিকানদের ঘৃণা নয়; বরং ভালোবাসে। মুসলমানদের সাথে যুক্তরাষ্ট্রের একটি শক্ত সম্পর্ক তৈরি করতে হবে যেন আইএসকে সম্মিলিতিভাবে প্রতিহত করা যায়।''

আইএস নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ''অন্তত ২০ থেকে ৩০ হাজার আমেরিকান সৈন্য প্রয়োজন সেখানে।''

এর আগে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন মুসলিমদের সেখানে ঢুকতে দেওয়ার অনুমতি কেড়ে নেওয়া উচিত।


মন্তব্য