kalerkantho


সমকামিতার জন্য দায়ী খাবার!

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ১৪:০৮সমকামিতার জন্য দায়ী খাবার!

ইন্দোনেশিয়ায় মেয়রের মন্তব্যে দানা বাঁধল বিতর্ক। ইনস্ট্যান্ট ন্যুডলস আর ফর্মুলা মিল্ককে সমকামিতার জন্য দায়ি করলেন তিনি। একটি প্রেগন্যান্সি সেমিনারে এসে ইন্দোনেশিয়ার মেয়র আরিফ আর হুসমেনসিয়া বলেন, শিশুদের ইনস্ট্যান্ট ন্যুডলস আর ফর্মুলা মিল্ক খাওয়ালে তারা সমকামী হয়ে উঠতে পারে।

হুসমেনসিয়া আরও বলেন, ''ইন্দোনেশিয়ার শিশুদের সুস্থ, স্মার্ট এবং চতুর করে তুলতে তাদের অবশ্যই মাতৃদুগ্ধ পান করাতে হবে। সেই সঙ্গে শুরু থেকে তাদের পুষ্টিকর খাবার দিতে হবে।'' তিনি মনে করেন, এখনকার বাবা-মায়েরা এতটাই ব্যস্ত যে, সন্তানের খাওয়া নিয়ে তাঁদের ভাববার সময় নেই। ইন্সট্যান্স ফুড খাইয়ে দায়িত্ব সারছেন। শিশুর বিকাশে যার নেতিবাচক প্রভাব পড়ছে। এই সব কারণেই দিনে দিনে সমকামীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি সমকামী ধ্যানধারণা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেটকেও দোষারোপ করেন তিনি। তাঁর দাবি, ইন্টারনেটের মাধ্যমেই এলজিবিটি ধ্যান-ধারণা আরও বেশি করে ছড়িয়ে পড়ছে।


মন্তব্য