kalerkantho


নিজের মাকে গুলি করল ৪ বছরের শিশু, কারণ...

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ০১:০৫নিজের মাকে গুলি করল ৪ বছরের শিশু, কারণ...

মাথায় কাউবয় হ্যাট, হাতে লম্বা বন্দুক। ফেসবুকে তাঁর এই ছবি দেখেই বোঝা যায় বন্দুকের ওপর তাঁর প্যাসন। শুধু বন্দুকই নয়, নিশানাটাও তাঁর হাতের মুঠোয়। এমন 'দস্যি' মাকে দেখে চার বছরের ছেলেও মজেছিল বন্দুকে। তবে নিশানাটা ঠিক আয়ত্তে আসেনি এখনো। আর সেই জন্যই ছেলের বন্দুকের গুলি গিয়ে লাগল সোজা মায়ের পিঠে।

চার বছরের ছেলের হাতে প্রায় বধ হতে চলেছিলেন ৩১ বছরের উকিল জেমি গিল্ট। আত্মরক্ষার্থে নিজের কাছে অস্ত্র রাখাকে ভীষণভাবে সমর্থন করেন জেমি। আর সেই সূত্রেই বন্দুকের সখ। ৪ বছরের ছেলেকেও শিখিয়েছিলেন বন্দুক চালানো। কিন্তু কথায় বলে না 'অল্প বিদ্যা ভয়ঙ্করী'। তাই পুরো না শিখেই নিশানা লাগাতে গিয়ে গুলি ফসকে গিয়ে লাগে মায়ের পিঠে। গুরুতর আহত অবস্থায় জেমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে বিপদমুক্ত।

সূত্র: কলকাতা


মন্তব্য