kalerkantho


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৫

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ১৪:০৯যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরতলিতে নির্বিচার গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এই গোলাগুলিতে আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সময় বুধবার রাতে পেনসিলভানিয়ার পশ্চিমাঞ্চলে উইলকিন্সবার্গের শহরতলি পিটসবার্গের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
 
জানা গেছে সেইন্ট পিটসবার্গ এর পুলিশ একটি জরুরি ফোন কলের সাড়া দিতে গিয়ে উইলকিনসন শহরতলিতে একটি বাড়ির সামনে চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আরো চারজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
 
ওই বাড়িতে একটি পার্টি অনুষ্ঠিত হচ্ছিল বলে জানা গেছে। আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা গেছে। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, দুজন হামলাকারী রয়েছে এর পেছনে। তবে এখন পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। পেনসিলভানিয়া পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো সন্দেহভাজনকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 


মন্তব্য