kalerkantho


ট্রাক থেকে পড়ে রাজপথ দাপাল বাঘ, দেখুন ভিডিওতে

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৬ ২২:৪৪ট্রাক থেকে পড়ে রাজপথ দাপাল বাঘ, দেখুন ভিডিওতে

রাজপথে সার সার গাড়ি দাঁড়িয়ে। আর তার ফাঁকে ছুটে বেড়াচ্ছে বাঘ।  দোহা এক্সপ্রেসওয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সরকার ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভিড়ে রাস্তা খুঁজছে বাঘটি। আরও দেখা গেছে, একটি চলন্ত ট্রাক থেকে রাস্তায় পড়ে যায় বাঘটি। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলি দেশের বিভিন্ন জায়গায় বাঘ দেখতে পাওয়ার ঘটনাগুলি খতিয়ে দেখবে।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, বাঘটিকে নিরাপদ অবস্থাতেই ধরা হয়েছে।
এই বাঘের মালিক কে, তা জানা যায়নি। কিন্তু বাঘ সব বন্য পশু পোষার অভ্যেস রয়েছে ধনী উপসাগরীয় দেশগুলিতে। দোহাতে গত বছর পালিয়ে যাওয়া একটি চিতা পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে ওই চিতার মালিককে পরিচয় জানাতে বলা হয়েছিল। - সূত্র : এবিপিমন্তব্য