kalerkantho


ফের ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ইরান

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৬ ১৪:২৯ফের ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ইরান

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দ্বিতীয়বারের মতো ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান।  আজ বুধবার ইরানের উত্তরাঞ্চল থেকে দেশটির দক্ষিণ-পূর্ব দিকে মিসাইল নিক্ষেপ করে পরীক্ষা চালায় দেশটির রেভল্যুশনারি গার্ডস। এ সময় কাদর এইচ নামের দুটি মিসাইলের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এর আগে মঙ্গলবার প্রথম দফায় ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালায় ইরান। পরীক্ষার পরপরই দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বাইরের যেকোনো হুমকি প্রতিহত করতে নিজেদের সক্ষমতার প্রদর্শন হিসেবে সামরিক মহড়া চলাকালে ইরানি আর্মড ফোর্স দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

চলতি বছর জানুয়ারি মাসে ইরানের মিসাইল কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত বছর জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে দেশটির পরমাণু চুক্তি সম্পদিত হওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই নতুন এ নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

 


মন্তব্য