kalerkantho


মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না মাইকেল ব্লুমবার্গ

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৯:৫৩মার্কিন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না মাইকেল ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন না নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, তিনি সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্লুমবার্গ বলেন, তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট বার্নি স্যান্ডার্সের অপ্রচলিত ও বিদ্রোহমূলক প্রচারণার ব্যাপারে উদ্বিগ্ন।
ব্লুমবার্গ সংবাদ সংস্থার মালিক সোমবার বলেন, তার প্রার্থীতা রিপাবলিকান ট্রাম্প ও টেড ক্রুজকে সুবিধা দিতে পারে।
তিনি তার ওয়েবসাইটে একটি নিবন্ধে লেখেন, ‘আমি ঝুঁকি নেব না।’
তিনি বলেন, তিনি প্রার্থী হলে ভোটাররা বিভক্ত হয়ে পড়বেন। জনগণের ভোটে কেউ স্পষ্ট জয় না পেলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন কংগ্রেস প্রেসিডেন্ট নির্ধারণ করবে।
তিনি লেখেন, ‘আমি নির্বাচনে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্প বা সিনেটর টেড ক্রুজের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আমার বিবেকের কারণে এ ঝুঁকি নিতে পারি না।’


মন্তব্য