kalerkantho


ধাক্কা দিয়ে ট্রেন চালু করলেন যাত্রীরা!

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৬ ১৭:২৩ধাক্কা দিয়ে ট্রেন চালু করলেন যাত্রীরা!

রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে? আশপাশের কয়েকজনকে অনুরোধ করলেন। তাঁরা এগিয়ে এসে 'জোর লাগাকে হেঁইয়ো বলে হাত লাগাতেই স্টার্ট নিয়ে নিল গাড়ি। কিছুকিছু ক্ষেত্রে বড় গাড়িও ঠেলা দিয়ে ইঞ্জিন চালু করতে দেখা গেছে।

কিন্তু, যদি একটা আস্ত ট্রেনকে ধাক্কা মেরে চালু করতে হয়? এও ভাবছেন, ট্রেন তো লাইনে চলে, তাকে আবার ধাক্কা দিয়ে চালু করানোর কী আছে?

গবাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ভারতে বারমেঢ়-কালকা এক্সপ্রেস ট্রেনটি লাইনের উপর হঠাৎই আটকে যায়। ইঞ্জিন কোনও কারণে বারবার চেষ্টা করেও ট্রেনের কামরা টেনে নিয়ে যেতে পারছিল না। অবশেষে যাত্রীরা লাইনের উপর ট্রেনটিকে গড়ানোর কাজে নিজেরাই নেমে পড়েন। ফের একই ফর্মুলা। জোর লাগাকে হেঁইয়ো। তবে, গাড়ি বা বাসের থেকে অনেকগুণ বেশি লোক লেগেছে ট্রেনটিকে আবার সচল করতে। সম্প্রতি এই ভিডিওটি সোশাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গেসঙ্গেই ভাইরাল।মন্তব্য