kalerkantho


সংঘবদ্ধ ধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে তরুণীর ঝাঁপ

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৭:১৮সংঘবদ্ধ ধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে তরুণীর ঝাঁপ

বয়ফ্রেন্ড ও তাঁর বন্ধুদের হাতে ধর্ষণ হওয়া থেকে বাঁচতে তিনতলা থেকে ঝাঁপ দিলেন হাওড়ার এক তরুণী। মাথায় আঘাত লাগলেও তিনি সুস্থ রয়েছেন। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাটি ভারতের হাওড়ার লিলুয়ার।

গতকাল রবিবার সন্ধ্যায় বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ২০ বছরের ওই তরুণী। তিনি বয়ফ্রেন্ডের ঘরে গিয়ে দেখেন, সেখানে তাঁর আরও দুই বন্ধু রয়েছে। মেয়েটিকে না জানিয়ে কোমল পানীয়ের সঙ্গে মদ মিশিয়ে খাওয়ানো হয়। এরপরে তাঁর বয়ফ্রেন্ড ও দুই বন্ধু তাঁকে শারীরিক মিলনের প্রস্তাব দিলে মেয়েটি চিৎ‌কার করে ওঠেন। মেয়েটির সঙ্গে জোরজবরদস্তি করেন অভিযুক্তরা। এ সময় তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। তখনই মেয়েটি কোনোক্রমে নিজেকে অভিযুক্তদের কবল থেকে বের করে দৌড়ে চলে যান ছাদে। ধর্ষণের থেকে বাঁচতে তিনতলার ওপর থেকে ঝাঁপ দেয় সে।

পরে স্থানীয়রা মেয়েটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। কয়েকজন হাতেনাতে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন।
সূত্র : এই সময়

 


মন্তব্য