kalerkantho


উত্তরের হুমকি উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া শুরু

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৪:২২উত্তরের হুমকি উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া শুরু

উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও বিশাল সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া বলছিল, দুই দেশ যৌথ মহড়া শুরু করলে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। মহড়ায় অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার তিন লাখ সেনা। আর মার্কিন সেনা রয়েছে ১৭,০০০। আজ সোমবার থেকে বার্ষিক ফোল ঈগল এবং কি রিজলভ নামে দুটি মহড়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক কমান্ড থেকে বলা হয়েছে, এ মহড়া কোনো উসকানিমূলক কিছু নয় তা উত্তর কোরিয়াকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

পিয়ংইয়ং দাবি করেছে, সামরিক মহড়ার আড়ালে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা পরমাণু যুদ্ধের মহড়া চালাবে যা উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি। এ প্রেক্ষাপট থেকে উত্তর কোরিয়া বলেছে, দুই দেশ মহড়া বন্ধ না করলে নির্বিচারে পরমাণু অস্ত্রের হামলা চালানো হবে। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের হুমকি এই প্রথম নয়। প্রতিবছরই দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক মহড়া চালায় এবং উত্তর কোরিয়া সামরিক হামলার হুমকি দেয়।

 


মন্তব্য