kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


ওআইসি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে : জোকো

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৬ ১৩:২১ওআইসি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে : জোকো

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মুসলিম দেশগুলোকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বের বৃহত্তম মুসলিমপ্রধান দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন পরিস্থিতির অবনতিতে পুরো বিশ্ব উদ্বিগ্ন। তিনি ইসরায়েলের একতরফা ও বেআইনি নীতিরও সমালোচনা করেন।

আজ সোমবার জাকার্তায় ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থার এক বিশেষ বৈঠকে জোকো এসব কথা বলেন। ওআইসির উচিত সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হওয়া, উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে বলেন জোকো।

ওআইসি যদি ফিলিস্তিন সমস্যা সমাধানের অংশ হতে না পারে তবে এটি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, বলেন জোকো। সম্মেলনে অন্যান্যের মধ্যে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরও অংশ নিয়েছেন, যার বিরুদ্ধে সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


মন্তব্য