kalerkantho


প্রার্থীতা বাছাইয়ে ট্রাম্প ও ক্রুজ শুধু দু’জনের মধ্যে লড়াই চান

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৬ ২১:১৮প্রার্থীতা বাছাইয়ে ট্রাম্প ও ক্রুজ শুধু দু’জনের মধ্যে লড়াই চান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এ লড়াই হবে শুধু তার ও টেড ক্রুজের মধ্যে।
এমনকি টেড ক্রুজও বলেছেন, মার্কো রুবিও ও জন কাশিচের মতো প্রার্থীদের সরে যাওয়ার এখনই সময়।
শনিবারের প্রাইমারী ও দলীয় ককাসে ট্রাম্প ও ক্রুজ উভয়ে দুটি পৃথক রাজ্যে জয় পেয়েছেন।
অন্যদিকে ডেমোক্রেটিক দলে বার্নি স্যান্ডার্স দুটি রাজ্যে জয় পেয়েছেন। কিন্তু হিলারি ক্লিনটন লুসিয়ানায় বড়ো ধরণের জয় পেয়ে মনোনয়ন দৌড়ে তার অগ্রগামিতা ধরে রেখেছেন।
কেন্টাকিতে দলীয় ককাস ও লুজিয়ানার প্রাইমারিতে জয়ের পর ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, আমি টেড ক্রুজের সাথে লড়াই চালিয়ে যেতে আগ্রহী।
তিনি বলেন, মার্কো রুবিও খুবই খারাপ করেছেন। আমি তাকে এ দৌড় থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
টেক্সাসের সিনেটর ক্রুজ রিপাবলিকান দল থেকে কানসাস ও মেইনে জয় পেয়েছেন। তিনি বলেন, দীর্ঘ সময় পরে লড়াইয়ের মাঠটি বিভক্ত হয়ে যাবে। এটি ডোনাল্ডকে সুবিধা দেবে।
তবে ফ্লোরিডার সিনেটর রুবিও এবং ওহাইয়োর গভর্ণর কাশিচ এ বিষয়ে কোন মন্তব্য করেন নি।
রিপাবলিকান দলে এ পর্যন্ত অনুষ্ঠিত ককাস ও প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প মোট ১২টি রাজ্যে এবং টেড ক্রুজ ৬টিতে জয় পেয়েছেন। মার্কো রুবিও কেবল একটিতে এবং জন কাশিচ একটিতেও জয় পাননি।
অন্যদিকে ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটন মোট ১১ টি রাজ্যে এবং বার্নি স্যান্ডার্স মোট ৭টি রাজ্যে জয় পেয়েছেন।


মন্তব্য