ইয়েমেনে জঙ্গি হামলায় নিহত সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ৪ ভারতীয় সন্ন্যাসিনীসহ ১৬ জন। ইয়েমেন নিরাপত্তা সূত্রের খবর, এডেনের শেখ ওথম্যানে মাদার টেরেসা প্রতিষ্ঠিত 'মিশনারি অফ চ্যারিটি'র একটি বৃদ্ধাশ্রমে হামলা চালায় তারা।
জিবুতিতে নিযুক্ত ভারতীয় ক্যাম্প অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের সংখ্যা ছিল ২-৪। তারা হোমে এসে নিরাপত্তারক্ষীকে গেট খুলে দিতে বলে। বলে, তারা তাদের বৃদ্ধা মায়েদের সঙ্গে দেখা করতে এসেছে। ভিতরে ঢুকেই এলোপাতাড়ি গুলি করতে শুরু করে তারা। মৃত্যু হয় ১৬ জনের। তাঁদের মধ্য চারজন ভারতীয় সন্ন্যাসিনী। ঘটনার পর পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই কর্মকর্তা আরো জানান, সন্ন্যাসিনীদের মধ্যে একজন নিরাপত্তারক্ষীদের মুখে 'রান' 'রান' শব্দ শুনে স্টোর রুমের ফ্রিজের ভিতরে আশ্রয় নেন। কোনোরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। ওই হোমে মোট ৮০ জন বাসিন্দা ছিলেন।
এদিকে এডেনের এক প্রশাসনিক কর্মকর্তা এই ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠী আইএসের হাত দেখতে পাচ্ছেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, যেসব ভারতীয়র মৃত্যু হয়েছে, তাঁদের ব্যাপারে সমস্ত বিশদে জানার চেষ্টা করছে সরকার।
প্রসঙ্গত, হিংসার কারণেই গত বছর ইয়েমের রাজধানী সানা থেকে জিবুতিতে স্থানান্তরিত করা হয় ভারতীয় দূতাবাস।
সূত্র : এপিবি লাইভ
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের