মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। আজ রবিবার দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, শনিবার (০৫ মার্চ) তেগুসিগালপা একটি বিলিয়ার্ডস হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন ব্যক্তি এ হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন আটজন। বাকি দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার সময় বন্দুকধারীরা একে ৪৭ রাইফেল ব্যবহার করেছে বলে সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের