kalerkantho


ক্যান্সার জয় করলেন ওয়াতানাবে

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ২০:০২ক্যান্সার জয় করলেন ওয়াতানাবে

জাপানের হলিউড তারকা কেন ওয়াতানাবের ক্যান্সারের সফল চিকিৎসার পর তিনি নিউইয়র্কে ফিরে গেছেন। নিউইয়র্কে তিনি ব্রডওয়ে মিউজিক্যাল ‘দ্য কিং অ্যান্ড আই’-এ অভিনয় করছেন।
‘লাস্ট সামুরাই’ তারকা ওয়াতানাবে এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। এছাড়াও তিনি হলিউডের সিনেমা ‘ইনসেপশন’ এবং ক্লিন্ট ইস্টউডের ‘লেটার্স ফ্রম ইউও জিমা’ তেও অভিনয় করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
পাকস্থলীতে ক্যান্সারের জন্য গত মাসে ওয়াতানাবের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর থেকে তার শারীরিক অবস্থার উন্নয়ন ঘটছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি টোকিওর নারিতা বিমানবন্দরে দেশত্যাগের আগে সাংবাদিকদের বলেন, ‘আমি মাত্র চারদিন হাসপাতালে ছিলাম। এখন আমি কাজ শুরু করেছি।’
৫৬ বছর বয়সী অভিনেতা বলেন, ১৭ মার্চ পুনরায় আমি ‘দ্য কিং অ্যান্ড আই’ সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছি।


মন্তব্য