kalerkantho


অবিশ্বাস্য মারাত্মক ঝাঁপ, দেখেই হাড়হিম

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ২৩:০৩অবিশ্বাস্য মারাত্মক ঝাঁপ, দেখেই হাড়হিম

বছর খানেক আগে মা হওয়া নারীদের মুখে হামেশাই একটি কথা শুনতে পাবেন, 'আমার বাচ্চা যা ডানপিটে, কী বলব!' নিশ্চয়ই ডানপিটে হবে, সন্দেহ নেই। মায়েদের কাজ বাড়াতেও হয়তো জুড়ি নেই, কিন্তু এ কেমন ডানপিটেমো? যা দেখে আপনার কপাল থেকেও ঘাম বেরিয়ে যাবে, জাস্ট টেনশনে হাতের নখও কামড়ে খেতে পারেন!
যাঁরা ড্যানিয়েল ক্রেগ-এর 'ক্যাসিনো রয়্যাল' দেখেছেন, তাঁরা পারকোর কী তা ভালোই টের পেয়েছেন। এই ভিডিওটিও তেমনই একটা স্টান্ট। কিন্তু সিনেমায় যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা থাকে, যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে যায়। যদি ঘটেও যায়, তবে তার জন্য থাকে উপযুক্ত ডেমিক্যাল টিম। কিন্তু এঁদের না আছে সুরক্ষা, না আছে ভয়। না হলে এমনটা কেউ করতে পারে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এখটি ৬ তলা বাড়ির চিলেকোঠার ছাদ থেকে পাশের ৪ তলা বাড়ির ছাদে লাফিয়ে পড়ছেন এক যুবক। ছাদটি এতই ছোট, যে বেশ কয়েকবার দৌড়ে গিয়েও থেমে গিয়েছেন ওই তরুণ। শেষ পর্যন্ত যে খেল দেখালেন তা সিনেমাতেই দেখা যায়।

সূত্র: এই সময়


মন্তব্য