kalerkantho


জিম্বাবুয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ২০:২১জিম্বাবুয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০

জিম্বাবুয়ের রাজধানী হারারে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুলাবায়োর মধ্যকার প্রধান সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর ৩৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির পুলিশ প্রশাসন এ কথা জানায়।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আমি নিশ্চিত করতে পারছি যে, গতকাল (বৃহস্পতিবার) একটি বাস ও একটি মিনিবাসের মধ্যে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, উভয় চালকসহ ২৮ জন লোক ঘটনাস্থলেই মারা যায় এবং কোয়েকোয়ে হাসপাতালে ভর্তির পর অপর দুজন মারা যায়। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তিনি বলেন, একটি বাসের টায়ার বিস্ফোরিত হলে এটি পার্শ্ব পরিবর্তন করে সড়কের অপর পাশে চলে যায়। এতেই দুর্ঘটনা ঘটে। অবস্থা দেখে মনে হয়, বাসের একজন বা উভয় চালকই দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন।মন্তব্য