kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


চীনের প্রতিরক্ষা ব্যয় ৮ শতাংশ বাড়ছে

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১৭:১৩চীনের প্রতিরক্ষা ব্যয় ৮ শতাংশ বাড়ছে

এ বছর প্রতিরক্ষা খাতে চীনের ব্যয় ৭ থেকে ৮ শতাংশ বাড়বে। শুক্রবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন।
চীন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ন্যাশনাল পিপলস কংগ্রেসের নারী মুখপাত্র ফু ইং বলেন, ‘চীনের সামরিক বাজেট এ বছর বৃদ্ধি পাবে। ’
তিনি আরো বলেন, ‘প্রতিরক্ষা খাতের এই ব্যয় বৃদ্ধি বাজেটের সাত থেকে আট শতাংশের মধ্যে থাকবে। ’
এই বৃদ্ধি গত বছর ও এর আগের বছরের তুলনায় কম হবে।


মন্তব্য