kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


রহস্যজনক বিদ্যুৎ বিভ্রাটের কবলে সমগ্র সিরিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১৪:০১



রহস্যজনক বিদ্যুৎ বিভ্রাটের কবলে সমগ্র সিরিয়া

দেশজুড়ে বিদ্যুৎহীনতার কবলে পড়েছিল সিরিয়া। 'অজ্ঞাত কারণে' এই ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বিবিসি বলছে, কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রদেশই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কর্মীদল এর কারণ জানার চেষ্টা চালাচ্ছে।

দেশটির বিদ্যুতমন্ত্রী জানান, মধ্যরাত (২২ জিএমটি) থেকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অধিকাংশ অঞ্চলে দৈনিক মাত্র ২-৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু এরপরও পুরো দেশে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বিরল।

জানা গেছে, জাতিসংঘের বিশেষ দূত স্টাফান দে মিস্তুরা জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যকার যুদ্ধবিরতি অংশত বলবৎ থাকলেও যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে।

জেনেভায় সাংবাদিকদের মিস্তুরা বলেন, বড় পরিসরে সহিংসতা কমেছে, যদিও হমস, হামা, লাতাকিয়া এবং দামাস্কাসে কিছু ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, ''সাফল্য নিশ্চিত নয় তবে অগ্রগতি চোখে পড়ার মতো। '' দেশটির সরকার এবং বিরোধী বিদ্রোহী পক্ষগুলো পরস্পরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রস্তাবিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই যুদ্ধবিরতিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টকে রাখা হয়নি।

 


মন্তব্য