kalerkantho


টানা ১৪ বছর উপস্থিত থেকে নজর কাড়ল ছাত্রী

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১২:২৭টানা ১৪ বছর উপস্থিত থেকে নজর কাড়ল ছাত্রী

ভারতের একজন শিক্ষার্থী টানা উপস্থিতির কারণে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মেয়েটির নাম চন্দ্রজা গুহ। পড়ে দমদমের একটি বেসরকারি কনভেন্ট স্কুলে। তাকে নিয়ে কথা বলার কারণ এই শিক্ষার্থী গত ১৪ বছর ধরে একদিনও স্কুলে অনুপস্থিত হয়নি। এর মানে হলো প্রতিবছর যে কয়েক দিন স্কুল হয়েছে, অবশ্যই স্কুলে গিয়েছে চন্দ্রজা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৪ বছর বয়সে স্কুলে নার্সারিতে ভর্তি হয়েছিল ছোট্ট চন্দ্রজা গুহ। এখন সে দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্কুলের হাজিরা খাতার (অ্যাটেনডেন্স) তথ্য মতে নার্সারিতে ভর্তি হওয়ার পর থেকে গত ১৪ বছরে শতকরা ১০০ শতাংশ উপস্থিতি ছিল চন্দ্রজার। শীত-গ্রীষ্ম-বর্ষা কোনোদিন স্কুল কামাই দেয়নি মেয়েটি। একটানা ১৪ বছর স্কুলে উপস্থিত থেকে অন্যদের জন্য অনুপ্রেরণাও দমদমের স্কুলের ওই 'সুপার-গার্ল' খ্যাত মেয়েটি।

দমদমের কিশোর ভারতী স্কুলের অধ্যক্ষ নিত্য রঞ্জন বাগচী বলেন, ''চন্দ্রজা একটি উদাহরণ তৈরি করেছে। এটা অন্যদের উৎসাহিত করবে।''


মন্তব্য