kalerkantho


ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে তিন ওরাংওটাং এর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৮:২৩ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে তিন ওরাংওটাং এর মৃত্যু

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে আগুনে পুড়ে একটি শিশুসহ তিনটি ওরাংওটাং মারা গেছে। ধারণা করা হচ্ছে, চাষের জন্যে ক্ষেত পরিস্কারের লক্ষ্যে অবৈধভাবে আগুন লাগানো হলে এ ঘটনা ঘটে।
একজন কর্মকর্তা ও প্রটেকশান গ্রুপ বৃহস্পতিবার এ কথা জানায়।
কুতাই ন্যাশনাল পার্কের কাছে বোর্নিও দ্বীপের বোনতাং থেকে এসব ওরাংওটাংকে উদ্ধার করা হয়। পুড়ে যাওয়া গাছপালার ভেতর তাদের পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে মৃত ওরাংওটানদের একজন মা, দুইজন তার মেয়ে।
ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত করছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বন্যপ্রাণী সুরক্ষা আইন ভাঙার জন্যে সর্বোচ্চ ৫ বছর কারাদন্ড ভোগ করতে হবে।
সেন্টার ফর ওরাংওটান প্রোটেকশান (সিওপি) বলছে, চাষের জন্যে একটি ছোট্ট এলাকা পরিস্কার করতে গিয়ে অবৈধভাবে এ আগুন লাগানো হয় বলে তারা ধারণা করছে।


মন্তব্য