kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


পুরুষাঙ্গ ছাড়াই তিনি ...

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ০২:২৬পুরুষাঙ্গ ছাড়াই তিনি ...

ম্যানচেস্টারবাসী এই ব্যক্তির জন্মের সময় থেকেই কোনও পুরুষাঙ্গ নেই। তাঁর দাবি তিনি তা অতি যত্নে লুকিয়ে রেখে শতাধিক মহিলার সঙ্গে যৌন মিলন করেছেন। টিএলসি চ্যানেলে অ্যান্ড্রু ওয়ার্ডেলকে নিয়ে প্রায় ঘন্টাখানেকের একটি তথ্যচিত্র হয়েছে সম্প্রতি। ওই শোয়ের নামই দেওয়া হয়েছিল ‘ম্যান উইথ নো পেনিস’।

সেই শোয়েই ৪০ বছরের অ্যান্ড্রু জানান, জন্মের সময় থেকেই একটি বিরল শারীরিক বিকৃতির শিকার ছিলেন তিনি। ব্লাডার এক্সট্রফিতে আক্রান্ত ছিলেন তিনি, অর্থাত্ মূত্রস্থলীটা শরীরের বাইরে বেড়েছে। চিকিত্সকদের কাছে বহু চিকিত্সা করিয়েছেন তিনি, কিন্তু কোনও ভাবেই অ্যান্ড্রুর কোনও পুরষাঙ্গ তৈরি করা সম্ভব হয়নি।

তথ্যচিত্রে অ্যান্ড্রু জানান, তিনি কীভাবে গোপনীয়তা বজায় রেখে বিছানায় তাঁর সঙ্গীনিদের সুখী করেছেন। তাঁর বর্তমান বান্ধবীর সঙ্গে তিনি তিন বছর রয়েছেন, কিন্তু এই শোয়ে আসার আগে অবধি তাঁর বান্ধবী কখনও বোঝেননি তাঁর পুরুষবন্ধুর গোপনাঙ্গটি নেই।

তথ্যচিত্রে এটাও দেখানো হয়েছে, কীভাবে কৃত্তিম উপায় তাঁর পুরুষাঙ্গটি স্থাপনের চেষ্টা করেছিল চিকিত্সকেরা। দুবছর তাঁর ওপর যন্ত্রনাদায়ক অস্ত্রোপচার করা হয় হাতের থেকে মাংস পেশী বের করে নিয়ে পুরুষাঙ্গের মতো করে তাঁর নিমনাঙ্গে বসানোর চেষ্টা করেছিল ডাক্তারেরা। কিন্তু কিছুই বাস্তবে ফলপ্রসূ হয়নি। - সূত্র : এবিপি

 


মন্তব্য