kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


পশ্চিম তীরে অনুপ্রবেশকারী ২ ফিলিস্তিনি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ২২:১৯পশ্চিম তীরে অনুপ্রবেশকারী ২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় অনুপ্রবেশ করায় বুধবার ইসরাইলি সৈন্যরা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ঘটনায় এক বসতিকারী আহত হয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘দুই ঘাতক দক্ষিণ নাবলুসের ইলি কমিউনিটিতে অনুপ্রবেশ করে। তারা এক ব্যক্তিকে তার বাড়ির বাইরে হামলা চালায়। ’
এ সময় ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ দুই হামলাকারিকে গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়।
সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এক বসতিকারী তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর মাসের শুরু থেকে ইসরাইল ও ফিলিস্তিন ভূখন্ডে সহিংসতায় ১শ’ ৮০ ফিলিস্তিনি এবং ২৮ জন ইসরাইলি নাগরিক নিহত হয়। এছাড়াও সেখানে সহিংসতায় এক আমেরিকান, এক সুদানি ও একজন ইরিত্রিয়ান নাগরিক নিহত হয়।


মন্তব্য