kalerkantho


প্রেমের অপরাধে প্রকাশ্যে ৫০ চাবুক তরুণীকে

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১৬:৫৪প্রেমের অপরাধে প্রকাশ্যে ৫০ চাবুক তরুণীকে

মাঝখানে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে হাঁটু গেড়ে বসে আছেন এক তরুণী। ভিড় ও কোলাহলের মাঝে মানসিক প্রস্তুতি নিচ্ছেন ৫০টি চাবুকের কষ্ট সহ্য করার। ডেটিং শুরু করার অপরাধেই তাঁকে মুখোমুখি হতে হলো এই শাস্তির। ঘটনা ইন্দোনেশিয়ার অ্যাসে প্রভিন্সের।

অভিযোগ, ২১ বছর বয়সী এক তরুণের সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন ১৯ বছর বয়সী ওই তরুণী। প্রথমবার ডেটিংয়ে গিয়েছিলেন। সেইসময়ই হাতেনাতে ধরা পড়ে যান তাঁরা। আর প্রদেশের আইনবিরোধী কাজ করার জন্য শাস্তি পেতে হয় দু’জনকেই। তরুণীর পাশাপাশি শাস্তির মুখোমুখি হতে হয়েছে ওই তরুণকেও। তবে শুধু তাঁরাই নন। একই অপরাধে একইরকম শাস্তির মুখোমুখি হতে হয়েছে আরও ১৬ যুগলকে।


মন্তব্য