kalerkantho


গভীররাতে মাইক বাজানোর প্রতিবাদ করায় গুলি

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১৬:২০গভীররাতে মাইক বাজানোর প্রতিবাদ করায় গুলি

গভীররাতে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের উপর গুলি চালানোর অভিযোগ উঠল ভারতের এগরার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) মনোরঞ্জন ঘোষের বিরুদ্ধে। আহত অবস্থায় দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল গভীররাতে হওয়া এই ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের এগরায়।

জানা গেছে, এগরার (এসডিপিও)-র বাসভবনের কাছে একটি ক্লাবের তরফে কালীপুজো করা হচ্ছে। এই উপলক্ষে গতকাল গভীররাত পর্যন্ত বেশ জোরে মাইক চলছিল বলে স্থানীয়দের অভিযোগ। বেশ কয়েকজন বাড়ির বাইরে এসে এর প্রতিবাদও করেন। অভিযোগ, মদ্যপ অবস্থায় (এসডিপিও)-র বাসভবনের কাছে এসে নাচতে থাকেন ক্লাব সদস্যরা। এরপর বাসভবন থেকে বেরোন SDPO। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি গুলি চালান বলে অভিযোগ। এর জেরে আহত হন দুই ব্যক্তি। তাঁদের সঙ্গে সঙ্গে এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও ক্লাব সদস্যদের অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন এসডিপিও। তিনি শুরু থেকেই অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করা হলে তিনি গুলিও চালান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এসডিপিও।

এদিকে আজ সকাল থেকে এসডিপিওর বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


মন্তব্য