kalerkantho


ওমানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৬ ১৫:৩৫ওমানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮

ওমানের কেন্দ্রীয় এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ জানিয়েছে। মঙ্গলবার সকালের এ ঘটনায় আরো ১৬ জন আহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় এলাকার ইব্রি ও ফুহুদ জেলার সংযোগ সড়কের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত লোকজন রয়েছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন ওমানের নাগরিক, চারজন সৌদি, দুইজন পাকিস্তানি ও একজন ইয়েমেনি বলে জানিয়েছে পুলিশ। নিহত অপর পাঁচজনের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১১ জন ওমানি, দুই সৌদি, এক পাকিস্তানি ও এক চীনা রয়েছেন, আহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


মন্তব্য