kalerkantho


জেরুজালেমের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ১০

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ২০:০৫জেরুজালেমের কাছে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত, আহত ১০

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে জেরুজালেমের কাছে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনা ও পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন মেডিকেল সূত্র মঙ্গলবার এ কথা জানিয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, দুই সেনা একটি সামরিক জিপ নিয়ে ভুলবশত শরণার্থী শিবিরে ঢুকে পড়লে সহিংস সংঘর্ষ শুরু হয়।
এএফপি’র তথ্যানুযায়ী, গত অক্টোবর থেকে ইসরাইল ও ফিলিস্তিনি ভূখন্ডে দফায় দফায় সংঘর্ষে ১৭৮ ফিলিস্তিনি, ২৮ ইসরাইলি, এক আমেরিকান, এক সুদানি ও ইরিত্রিয়ার এক নাগরিক নিহত হয়েছে।


মন্তব্য