kalerkantho


নাগরদোলা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ১৭:২৩নাগরদোলা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু

মনের আনন্দে চেপেছিলেন নাগরদোলায়। কিন্তু, ভাগ্যের পরিহাসে সেই ক্ষণিকের আনন্দই বদলে গেল মর্মান্তিক দুর্ঘটনায়। হঠাৎ খুলে গেল নাগরদোলার সিটবেল্ট। মুহূর্তের মধ্যেই ছিটকে গেলেন এক ব্যক্তি। অত উঁচু থেকে মাটিতে পড়ে মৃত্যু হয় তাঁর। এই ভয়াবহ ভিডিওটি ইন্টারনেটের কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

ঘটনার সূত্রপাত গত সোমবার বিকালে। জানা গেছে, চীনের স্যানমেনজ়িয়া মিয়ানসি ইয়াংসাও স্কোয়্যারের বিনোদন পার্কে এসেছিলেন মাঝবয়সি ওই ব্যক্তি। কিছুক্ষণ ইতিউতি ঘোরাঘুরির পরে তিনি নাগরদোলায় চড়ে বসেন। ধীরে ধীরে ঘুরতে শুরু করে নাগরদোলা। এরপর গতি বাড়তেই হঠাৎ ওই ব্যক্তির সিটবেল্ট খুলে যায়। তিনি চলন্ত নাগরদোলা থেকেই কার্যত উড়ে গিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে যে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখার সঙ্গে সঙ্গেই পার্কের বাকি লোকজনও আতঙ্কে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ আসে। কীভাবে ওই সিটবেল্ট হঠাৎ করে খুলে গেল, তাও তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য