kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ১৭:১৪ওমানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি রয়েছে।
মঙ্গলবার সকালে ইবরি ও ফাহুদের মাঝামাঝি সড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৪ জন। সরকারি বার্তা সংস্থা ওনা’র খবরে এ কথা বলা হয়েছে।

গালফ ট্রান্সপোর্ট কম্পানির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, বাসটি ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সালাহ থেকে দুবাই যাচ্ছিল। এদিকে আল শাবিবি পত্রিকা বলছে, নিহতদের মধ্যে ছয়জন ওমানি, চারজন সৌদি, দুজন পাকিস্তানি ও একজন ইয়েমেনি।


মন্তব্য