kalerkantho


নকল ঠেকাতে অন্তর্বাস পরেই পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীতে

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ১৫:২৮নকল ঠেকাতে অন্তর্বাস পরেই পরীক্ষা ভারতীয় সেনাবাহিনীতে

পরীক্ষা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু, তার জন্য খুলতে হলো পোশাক। শরীরে শুধুই অন্তর্বাস। ভারতের বিহারে সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় দেখা গেল এ রকমই ছবি। বিষয়টি কিছুই নয়, টোকাটুকি ঠেকাতে এই অভিনব ব্যবস্থা বলেই জানানো হয়েছে সেনা সূত্রে।

গতকাল মুজফ্ফরপুরে খোলা আকাশের নিচে মাঠেই অন্তর্বাস পরে বসে পড়লেন কয়েক শ যুবক। থাইয়ের ওপর খাতা রেখেই চলে লেখালেখি। কয়েকজন পরীক্ষার্থী অবশ্য ঠাণ্ডা লাগার অজুহাত দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। অগত্যা, এভাবেই পরীক্ষা দিতে হয় তাঁদের।

গণটোকাটুকির জন্য কুখ্যাত বিহার। সেনা সূত্রে জানানো হয়েছে, অনেক চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোকাটুকি রুখতে তাদের কাছে এ ছাড়া আর বিকল্প ছিল না।


মন্তব্য