kalerkantho


তাঁর সব সিনেমা দেখেছি

বিদ্যা সিনহা মিম

৮ মার্চ, ২০১৭ ০০:০০তাঁর সব সিনেমা দেখেছি

ঐশ্বরিয়া রাই

3প্রথমে আমার মায়ের কথা বলব। তাঁর কথা বলে শেষ করা যাবে না। এরপর বলব ঐশ্বরিয়া রাইয়ের কথা। তাঁকে আমার ছোটবেলা থেকেই পছন্দ। মিডিয়ায় আসার আগে থেকেই তাঁর সব কিছু ফলো করার চেষ্টা করতাম। তিনি কোনো নতুন ড্রেস পরলে সে রকম বানানোর চেষ্টা করতাম। তাঁর সৌন্দর্য সব সময় মুগ্ধ করত। অ্যাশপ্রীতিটা আমার পরিবারের লোক ভালোই জানে। তাঁর ছবি আমার রুমে সাজিয়ে রাখি। লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বলা যায় অনেকটাই অ্যাশপ্রীতি ছিল বলেই। তাঁর কথাবার্তাও আমার ভীষণ পছন্দ। তাঁর নানা চড়াই-উতরাই আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাঁর অভিনয় খুব ভালো লাগে। তাঁর সব সিনেমা দেখেছি। অনেক সিনেমা বহুবার দেখা হয়েছে। ‘হাম দিল দে চুকে সনম’ যে কতবার দেখেছি তার হিসাব নেই। তাঁর অভিনয় দেখে আমি প্রতিনিয়ত শিখছি।মন্তব্য