kalerkantho


অদ্ভুত

টমের অবাক করা ভাস্কর্য

২ নভেম্বর, ২০১৮ ০০:০০টমের অবাক করা ভাস্কর্য

টম আর জেরিকে তো তোমরা সবাই চেন। টমের জীবনের লক্ষ্যই হচ্ছে জেরিকে নাকাল করা। কিন্তু সেটা করতে গিয়ে টমকে প্রায়ই এমন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যখন সে আর দেখতে বিড়ালের মতো থাকে না। কখনো হয়ে যায় ফুলদানির মতো, কখনো বা বেঞ্চ। টমের তেমনই কিছু অদ্ভুত আকৃতি ছোট ছোট ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জাপানি শিল্পী টাকু ইনোউ। সংগ্রহ তাসলিমা নীলুমন্তব্য