kalerkantho


অদ্ভুত

রঙিন গ্রাম হুইজা

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০তিন বোন গেছে ছুটি কাটাতে, দিদিমার কাছে। এখন দিদিমার ওখানে বেজায় একঘেয়ে লাগতে লাগল তাদের। দিদিমা থাকে তাইওয়ানের হুইজা গ্রামে। কী করা যায়, ভাবতে লাগল তারা। হঠাৎ মাথায় এলো একটা বুদ্ধি। রংতুলি নিয়ে নেমে পড়ল তিন বোন। দিদিমার বাড়িটার বাইরের দেয়ালজুড়ে আঁকল অনেক কার্টুন চরিত্র।

গ্রামের লোকদের ওদিকে দেয়ালচিত্র বা ম্যুরালের এই আইডিয়া খুব মনে ধরল। এখন গ্রামভর্তি শুধু রংবেরঙের ছবিতে। স্কুলের বাচ্চারা পর্যন্ত এসে লেগে গেছে বাড়ির দেয়ালে দেয়ালে ছবি আঁকতে। এতে করে পর্যটকদের সমাগম বেড়েছে, আসছে অর্থ।

এর আগে বছরে খানতিনেক ধর্মীয় উৎসব ছাড়া গ্রামে বাইরের মানুষ দেখা যেত কালেভদ্রে। কিন্তু এখন পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। সুন্দর সুন্দর ছবিতে রংবেরঙে সেজেছে গ্রামের ঘরবাড়ি। হংকং আর চীন থেকে পর্যন্ত মানুষ আসে এখানকার দেয়ালে আঁকা কার্টুনগুলো দেখতে। গ্রামটা অবশ্য ছোট, ঘণ্টা দুয়েকের মধ্যেই ঘুরে ফেলা যায়।

 

►অমর্ত্য গালিব চৌধুরী

 

 মন্তব্য