kalerkantho

ছড়া

ঘোরাঘুরি

রেবেকা ইসলাম

২ মার্চ, ২০১৮ ০০:০০ঘোরাঘুরি

অঙ্কন : মাসুম

ঢাকা যেতে ট্রেনে করে কালিহাতীর রঘু রায়

ভুলে বাসে উঠে পড়ে চলে গেল বগুড়ায়

বগুরায় রঘু বাবু

টেনশনে হলো কাবু

নসিমনে চড়ে বসে ইতি টেনে ভাবনায়

আধো ঘুমে ঢুলে ঢুলে চলে গেল পাবনায়।

 

ওখানে এক বুড়ো দাদু করে ফেলে বশ ওরে

সেদিনই তার সাথি হয়ে চলে গেল যশোরে

যশোরের পোলাপান

খেতে দেয় খোলা পান

চিবিয়ে পান বাসে ওঠে ফুর্তি আর হুল্লোড়ে

একি জ্বালা! গাজীপুরে বাসের গেইট খুলল রে।

 

গাজীপুরে রঘু খেল হোটেলে বেশ নাশতা

নানাজনে শুধাল সে ঢাকা যাওয়ার রাস্তা

ওদিকের ছেলেপুলে

এটা শুনে ঠেলেঠুলে

তুলে দিল ট্রেনে সোজা হোহো হোহো হই রবে

কোনো দিকে না থেমে সে চলে এলো ভৈরবে।

 

ভৈরবে রঘু থাকে হরিদাদার বাড়িতে

হরি তাকে তুলে দিল ফেনীগামী গাড়িতে

ফেনী এসে রঘুদার

বুদ্ধিতে হলো ধার

কারো কথা না শুনে সে নিজে নিজে পাক খায়

ঢাকাগামী ট্রাকে চেপে শেষে এলো ঢাক্কায়!মন্তব্য