kalerkantho


ছড়া

নেংটি এবং মিঁয়ো

কামাল হোসাইন

২৭ অক্টোবর, ২০১৭ ০০:০০নেংটি এবং মিঁয়ো

আঁকা: মানব

ইঁদুর মিয়ার সঙ্গে তো নেই

বিড়াল মিয়ার ভাব

আপস করে থাকলে হতো

দুইজনেরই লাভ।

 

ইঁদুর করে কুটুর কুটুর

বই কেটে সব সাফ

বিড়ালটাকে দেখলে আগে

মারত ভয়ে লাফ।

 

হাপিস করে বিড়ালটা দুধ

আর মাছের মুড়োগুলো

মাংসহাঁড়ি মালাইকারি

পেটের মধ্যে থুলো।

 

দুইজনেরই স্বার্থ একই

খাওয়াটা ভরপেট

খাদ্য পাবে খুঁজলে হাজার

গুগল ইন্টারনেট।

 

সার্চ দিলে তো ছবিই আসে

পেট ভরে না তাতে

চিন্তা করে দুজন তারা

বন্ধুতা হয় যাতে।মন্তব্য