kalerkantho


এমন যদি হয় কখনো

ফয়েজ রেজা

১০ মার্চ, ২০১৭ ০০:০০তোমার মুখে কাকের মতো ঠোঁট

কাকের গায়ে ভদ্রলোকের কোট।

তোমার কণ্ঠে বুলবুলিদের গান

বুুলবুলিদের মুখে খিলিপান।

পাড়ার মাঠে ক্রিকেট খেলে বক

তোমার পিঠে ছড়ানো পালক।

সোফায় বসে ডাহুক পড়ে বই

তুমি করো জঙ্গলে হৈচৈ।

তোমার দিকে চিল ছুড়ে দেয় ঢিল

চিলের মা দেয় শোবার ঘরে খিল।

 

কিশোরগঞ্জের পুকুর থেকে হাঁস

ঢাকায় এসে চালায় মিনি বাস।

গভীর রাতে প্যাঁচা দিল ঘুম

তুমি বলো—হুতহু তুম হুত হুম।

 তুমি যদি ডাকো টিট্রি টিউ

পাখির দেশে তুমি হবে ‘নিউ’।মন্তব্য