kalerkantho

মাছরাঙা

অরুণ কুমার বিশ্বাস

১০ মার্চ, ২০১৭ ০০:০০মাছরাঙা

মাছরাঙা উড়ে যায়

সোনাডাঙা বেড়াতে

আছে নাকি চেলা-পুঁটি

খালে-বিলে চরাতে।

 

হেসে-খেলে পাখা মেলে

ছোট মাছ ধরে খায়

গলা খুলে হেলেদুলে

টুই-টুইট গান গায়।

 

মাছরাঙা হলো চাঙা

পুঁটি খেয়ে পেটপুরে

ইয়া বড় ভুঁড়ি নিয়ে

ফিরে এলো উড়ে উড়ে।

 

ভরাপেটে উড়ে যেতে

মাছরাঙা কুপোকাত

ধরা খেল মাঝপথে

শিকারির পাতা ফাঁদ।মন্তব্য