আমার ঘুড়ি
গোলাম নবী পান্না
আমার ঘুড়ি ছুতো জানে,
লাটাই থেকে সুতো টানে
হাওয়ায় উড়ে যায়,
পুরো আকাশ ঘুরতে থাকে,
লেজটি নেড়ে উড়তে থাকে
দুচোখ জুড়ে যায়।
ঘুড়ির সুতো কমে গেলে,
গোত্তা খেয়ে দমে গেলে
তখন কি মানায়?
তাই তো সুতো ছাড়িয়ে নেই,
লাটাই থেকে বাড়িয়ে দিই
আকাশ সীমানায়।
খুকির ঝুঁকি
সুমন্ত বর্মণ
আজকে খুকি ঝুঁকির কাজে
দিচ্ছে মাথা ঢুকে
আজব ব্যাপার তবু তাকে
দিচ্ছে না কেউ রুখে
জ্বালল নিজে মোমের বাতি!
নয় কি ভয়ের কাজ?
আগুন বড্ড বিপজ্জনক!
ভুলল সবাই আজ!
এই তো আবার নিল হাতে
চকচকে এক চাকু
বকছে না আজ বাবা তবু
বকছে না মা, কাকু!
বকবে কেন? আজকে তাকে
কেউ দেবে না চেক!
মোম নিভিয়ে কাটল খুকি
জন্মদিনের কেক।
টাট্টু ঘোড়া
আহমেদ সাব্বির
টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়া
ডিং ডিঙা ডিং ডিং
ডাইনে ছোটে বাঁয়ে ছোটে
নিজকে ভাবে কিং।
আয়না দেখে চমকে ওঠে
রাগের চোটে কপাল ঠোকে
গরুর মতোন মাথার ওপর
নেই কেন তার শিং?
শিং কিনতে টাট্টু ঘোড়া
ছোটে দার্জিলিং।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের