kalerkantho


হুতোমের পাঠশালা

১৮ মার্চ, ২০১৬ ০০:০০হুতোমের পাঠশালা

মহাজ্ঞানী হুতোম পাঠশালা খুলেছে। সেখানে কত কী যে শেখায়। আজ কী শেখাল হুতোম?

 

স্পার্ম তিমি আর ঘোড়ার মধ্যে মিল আছে। দুটিই দাঁড়িয়ে ঘুমায়।

 

 

 

  ছোট মাকড়সার মাথায় মগজ এত বেশি থাকে যে সেটা মাথা থেকে পায়েও চলে যায়। তাই তো বলি এত জটিল নকশা বোনে কী করে!

 

 

 

নিজের জিহ্বা দিয়ে কখনোই হাতের কনুই স্পর্শ করতে পারবে না। বিশ্বাস না হয় চেষ্টা করে দেখ।


মন্তব্য