kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।

ছড়া

ভূতে ধরা

তপংকর চক্রবর্তী

১১ মার্চ, ২০১৬ ০০:০০ভূতে ধরা

 

যাচ্ছি ঘাটে হাত-পা ধুতে

ধরল যেন মামদো ভূতে

হাত-পা অবশ, হচ্ছে মনে

আটকে গেছি সুপার গ্লুতে।

 

ঝাঁকিয়ে মাথা মনকে বলি

আমার বাড়ি ভূতের গলি

সেইখানে যে মানুষগুলো

গাড়ির চাকায় উড়ায় ধুলো

সবাই ওরা কি খুঁতখুঁতে

ওরাও ভোগে নানান ফ্লু-তে।

 

ভূতের সাথে মামদোবাজি

করতে ওরা সবাই রাজি

ভূত কি পারে দিনের বেলা

ঘুরতে যেতে অ্যাভিন্যুতে?

 

হয়তো কিছু দেখতে পেলাম

রাত্রবেলা দৃষ্টি ভ্রমে

পরিবেশটি নিথর ছিল

ভাবটা হলো গা ছমছমে।

 

শিরায় ভয়ের স্রোত বয়েছে

তার মানে কি ভূত রয়েছে!


মন্তব্য