kalerkantho

‘লিজেন্ড অব আইসিটি সম্মাননা’ পেলেন সাত কর্মকর্তা

টেক প্রতিদিন ডেস্ক   

২৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজ নিজ প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে ‘লিজেন্ড অব আইসিটি সম্মাননা’ দিয়েছে সিটিও ফোরাম বাংলাদেশ। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (টেক্স পলিসি) কানন কুমার রায়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন ও আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মনিতুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব প্রমুখ।

মন্তব্য