kalerkantho


কক্সবাজারে ৭৪ ওয়াই-ফাই জোন, হবে হাইটেক পার্ক

টেক প্রতিদিন ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০কক্সবাজারে ৭৪ ওয়াই-ফাই জোন, হবে হাইটেক পার্ক

কক্সবাজারকে ডিজিটাল সিটিতে পরিণত করতে শহরের ৩৫টি এলাকায় ৭৪টি ওয়াই-ফাই জোন তৈরি করা হবে। বিনা মূল্যের এ ইন্টারনেট সেবা পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও ব্যবহার করতে পারবে। এ জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও হয়েছে। শুধু তাই নয়, ২০২১ সালের মধ্যে কক্সবাজারে তৈরি করা হবে হাইটেক পার্ক। ১৫৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে যাওয়া পার্কটিতে প্রায় পাঁচ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে, জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। কক্সবাজারে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ ল্যাব’-এর শিক্ষক, ইউডিসি (ইউনিয়ন ডিজিটাল সেন্টার) উদ্যোক্তা এবং ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাফর আলম, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ। সফরকালে কক্সবাজার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনও পরিদর্শন করেন জুনাইদ আহেমদ।

 মন্তব্য