kalerkantho


প্রেস রিলিজ

স্যামসাং গ্যালাক্সি জে২ কোর

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০জে২ সিরিজের ‘জে২ কোর’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। অ্যানড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চলা ৫ ইঞ্চি স্ক্রিনের ডুয়াল সিমের স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড-কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম এবং সামনে-পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১২০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও মিলবে। দাম পড়বে আট হাজার ৫৯০ টাকা। মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে স্মার্টফোনটি উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান।মন্তব্য