kalerkantho


একসঙ্গে দুটি ভাষা বুঝবে গুগল অ্যাসিস্ট্যান্ট

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০একসঙ্গে দুটি ভাষা বুঝতে পারার পাশাপাশি কথোপকথন চালিয়ে যাওয়ার সুবিধা মিলবে গুগল অ্যাসিস্ট্যান্টে। ফলে ইংরেজিতে বার্তা বিনিময়ের সময় চাইলে জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালীয় ও জাপানি ভাষায় ব্যবহার করা যাবে গুগলের ভার্চুয়াল সহকারী সেবাটি। নতুন এ সুবিধা নির্দিষ্ট মডেলের স্মার্টফোনসহ ‘গুগল হোম’ স্মার্ট স্পিকারে ব্যবহারের সুযোগ মিলবে।

গুগল জানিয়েছে, অনেক পরিবার রয়েছে, যারা একসঙ্গে দুটি ভাষায় কথা বলে। তাদের অনেকেই ভাষার সেটিংস পরিবর্তন করে গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা ব্যবহার করে। নিয়মিত ভাষার সেটিংস পরিবর্তনের ঝামেলা এড়াতেই এ উদ্যোগ।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেটমন্তব্য