kalerkantho


প্রেস রিলিজ

৯৮০ টাকার ওয়ালটন ফোন

১৯ আগস্ট, ২০১৮ ০০:০০দেশের কারখানায় তৈরি আরেকটি ফোন বাজারে আনল ওয়ালটন। ওলভিও এমএম ১৮ মডেলের ফোনটির দাম ৯৮০ টাকা।

ওয়ালটনের মোবাইল ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের ফোনটির স্ক্রিন ২ দশমিক ৪ ইঞ্চি। রয়েছে ১৮০০ মিলি-অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। ছবি তোলার জন্য আছে এলইডি ফ্ল্যাশযুক্ত ক্যামেরা। ইন্টারনেট ব্যবহারের জন্য আছে জিপিআরএস প্রযুক্তি। ছবি, ভিডিও ইত্যাদি আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ সুবিধাও।

১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যায় ফোনটিতে।মন্তব্য