kalerkantho


ইকুরিয়ারের সেবা নেবে পাঁচ ই-কমার্স সাইট

১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ইকুরিয়ারের গোডাউন ব্যবহার করবে আজকেরডিল, বাগডুম, কিকশা, প্রিয়শপ এবং অথবা ডটকম। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইকুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল জানান, ই-কমার্স ব্যবসায়ীদের জন্য গোডাউন সেবা চালু করেছে ইকুরিয়ার। এ সেবা কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের পণ্য স্টক, প্যাকেজিং, লেবেলিং এবং সারা দেশে সরাসরি হোম ডেলিভারি করার সুযোগ পাবেন। উপস্থিত ছিলেন বেসিস পরিচালক দিদারুল আলম,  আজকেরডিলের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর, বাগডুমের প্রধান নির্বাহী মিরাজুল হক, প্রিয়শপের প্রধান নির্বাহী আশিকুল আলম খান প্রমুখ।

 

 মন্তব্য